"কবি গুরু রবীন্দ্রনাথের স্মরণে"
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাবি); কবি, গীতিকার ও অথর
সাহিত্যের মাঠ খরায় ভরা নেইকো জলের ধারা
জলের রাজা কবি গুরু দিলেন মাঠে পারা।
মেঘে ভরা কলম গুরুর ঝরছে মুষলধারে
অথৈ জলে ডুবলো সবই কাব্যে সুরের ভারে।
কাব্য তরি বাইলে গাঙে গাইলে বিজয়ের গান
ঘরে ঘরে ওঠলো হেসে সুর সাহিত্যের বাগান।
মুকুট ছাড়া সম্রাট কবি কাব্য বাগের মালি
সাজালে বাগ নানান ফুলে থাকলো নাকো খালি।
বাগের ফুলে ছড়ায় সুবাস বাংলা মায়ের 'পরে
সেই সুবাসের বইছে বাতাস সব মানুষের ঘরে।
গানের বাণী নাটক নভেল সবই আছে মনে
ছড়ায় আলো মানবতার এসব জনে জনে।
মানবতার প্রদীপ হাতে আসলে শুভ ক্ষণে
আঁধার ভেঙে ফুটলো আলো সবার মনের কোনে।
কপিরাইট আইনের সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।
প্রফেসর বাড়ি, যোগীবাড়ি, সদর উপজেলা, দিনাজপুর, বাংলাদেশ । তারিখ: ০৭/০৮/২০২৩