জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশত পঁচিশ তম জন্মবার্ষিকী উপলক্ষে আমার রচিত "কবি নজরুলের কাব্যিক যুক্তি" শিরোনামের কবিতাটি আত্মীয়স্বজন ও বন্ধুদের জন্য শেয়ার করলাম।

"কবি নজরুলের কাব্যিক যুক্তি"

রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি, গীতিকার ও অথর
সাবেক বিভাগীয় প্রধান, প্রাণিবিদ্যা বিভাগ,
সরকারি তিতুমীর কলেজ, ঢাকা, বাংলাদেশ।

রাঢ়ের আত্মজ লেটো দলে
                         অর্জন করেন দীক্ষা,
সাহিত্যের সব মাঠ মাড়িয়ে
                          নজরুল নিলেন শিক্ষা।
বিপ্লব মুক্তি শান্তি সাম্য
                           মানবতার হিয়া,
বুনেন তিনি মনন মাঠে
                           কলমে চাষ দিয়া।

শাস্ত্র সঙ্গীত হামদ নাত ছাড়াও
                             লিখেন কাব্য গীতি,
এদের মাঝে ফুটে ওঠে
                           শান্তি সাম্যের নীতি।
লিঙ্গ ভেদ আর বৈষম্যকে
                           সমান করেন ছেঁটে,
ভেদাভেদ আর গোঁড়াম গাছের
                          গোড়া ফেলেন কেটে।

গগন গর্জে নামলো যখন
                         ধূমকেতুটা মাঠে,
শব্দ বোমায় ফিরিঙ্গির দল
                        নিঃস্ব নিলয় বাটে।
তারই দেয়া তা এর চোটে
                       বিদ্রোহের ডিম টুটে,
প্রতিশোধ আর দ্রোহের অগ্নি
                         মন মগজে ফুটে।

ধূমকেতুতো জ্বালায় অনল
                          পরাধীনের মনে,
স্বাধীনতার প্রশ্নে সবাই
                           বিদ্রোহী বোম বনে।
ঘুমন্ত দেশ ওঠলো জেগে
                            কবিতা আর গানে,
ধূমকেতুতে জন্ম নেয়া
                              বিদ্রোহী রণ বাণে।

জনরষের জাগলে ঊর্মি
                          তখ্ত টলমল করে,
ডুবে মরে হরণকারী
                         অকূল পাথার ঘরে।
জাতির পিতা বঙ্গবন্ধু
                       আনলেন তাঁরে দেশে,
জাতীয় কবি মর্যাদায়
                        আশ্রয় দিলেন শেষে।

দেশের মাটি ছাড়ে শত্রু
                        মায়ে পেলো মুক্তি,
সাহিত্যের সান সার্থক হলো
                       জিতলো কাব্যিক যুক্তি।

তারিখ: ঢাকা / ২৭-০৫-২০২৪