"কিল গুঁতো আর লাঠির চটে" (গীতি কবিতা)
               (স্বরবৃত্ত ছন্দে রচিত)

রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি, গীতিকার ও অথর

কিল গুঁতো আর লাঠির চটে
                              যাদের জীবন কাটে,
অর্থ বিহীন স্বাধীনতা
                              তাদের মনন মাঠে।

বস্তা কাঁধে কুড়ায় কাগজ
                               সকাল দুপুর সাঁঝে,
পড়া ছেড়ে পরের ঘরে
                            বাসন কোসন মাজে।
স্কুলে নয় কিশোর কালে
                           কাজের খোঁজে হাঁটে।

রাস্তাঘাটে করছে ফেরি
                          খাচ্ছে লোকের গুঁতো,
হাটে ঘাটে মেলায় মাঠে
                          করছে পালিশ জুতো।
শিক্ষার আলো নেইকো তাদের
                          ঘুরছে পথে ঘাটে।

মুক্তি পেলে খাঁচার পাখি
                           ইচ্ছে মতো চলে,
স্বীয় বাসায় বাবুই পাখি
                           মনের সুখে দোলে।
খুঁজলে পাবে স্বাধীনতা
                          এদের হৃদয় পাটে।

কপিরাইট আইনের সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।
প্রফেসর বাড়ি, মধ্যবাড্ডা, বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
তারিখ/১৯-০৪-২০২৪