"ঈমান এবং হিংসা"
(৬+৬+৬ মাত্রা বৃত্ত ছন্দে রচিত)
রচনায়ঃ প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ. ডি. (ঢাকা বিশ্ববিদ্যালয়)
রচনাকালঃ ১৪/১২/২০২০
ঈমান এবং - হিংসা খলতা
সাংঘর্ষিক,
এদের জায়গা - নয় এক সাথে
থাকে বিপরীত।
এদের একটি - থাকেন মননে
এবং মেধায়,
তো অপরজন - ধূলো ময়লায়
গড়াগড়ি খায়।
আবার একটা - সত্য শুভ্র
জ্যোতিময় পথ,
অপরটা হলো - ইবলিশ এর
সাথিত্ব খত।
এটা চেতনায় - মনো ভাবনায়
করেন ধারণ,
সুক্ষ্ম বিশ্লে /-ষণে তব পথ
বাছাই করুণ।
ঈমান আমান - এর শিকলটা
ধরবেন যারা,
সতত সঠিক - রাহার ধারায়
চলবেন তারা।
আর ধরবেন - যারা হিংসুটে
আর বিদ্বেষ,
তার ইহকাল - আর পরকাল
সবটাই শেষ।