"হিট স্ট্রোকের ছোবল"
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি, গীতিকার ও অথর
প্রাক্তন বিভাগীয় প্রধান, প্রাণিবিদ্যা বিভাগ,
সরকারি তিতুমীর কলেজ, ঢাকা, বাংলাদেশ।
কি আর বলবো ধরার মেজাজ
গরম সবার 'পরে,
ভারসাম্যহীন করছে তারে
মানুষ গায়ের জোরে।
ইট পাথরের দালান কোঠায়
ভরছে জগৎ বক্ষ,
সৌর তাপে ভূবন এখন
অগ্নি ভরা কক্ষ।
এয়ার কুলার গাড়ির বহর
গরম বাতাস ছাড়ে,
কংক্রিট ভরা স্থাপনায়
বায়ুর মেজাজ বাড়ে।
পুকুর খাল আর নদী নালা
সবই শুষ্ক কাঠ,
বের হয়না কেউ দুপুরবেলা
বন্ধ বাজার ঘাট।
লু হাওয়াতো খেলছে খেলা
নিরস মাটির 'পরে,
গাছগাছালি পাখ পাখালির
শান্তি নেইকো ঘরে।
স্কুল কলেজ রাখছে বন্ধ
জীবন বাঁচা দায়,
হিট স্ট্রোকতো মারছে মানুষ
যখন যারে পায়।
প্রতিশোধতো নিচ্ছে ধরা
রাখছেনা গায় কাপড়,
করছে হাঁসফাঁস সকল জীবে
মারছে গরম চাপড়।
গবেষণা আর আইনের খেল
খেললে বিশ্ব 'পরে,
ভারসাম্যময় সবুজ জাহান
ফিরবে আপন ঘরে।
কপিরাইট আইনের সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।
প্রফেসর বাড়ি, মধ্য বাড্ডা, বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
তারিখ / ২৭-০৪-২০২৪