"হাজার সূর্যের আগুন জলে" (গীতি কবিতা)
(স্বরবৃত্ত ছন্দে রচিত)
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাবি), কবি, গীতিকার ও অথর
হাজার সূর্যের আগুন জ্বলে সারা হৃদয় জুড়ে
বিচ্ছেদ ব্যথায় মন পাখিটা অঙার হলো পুড়ে।
তৃষ্ণা কাতর চাতক ডাকলে বৃষ্টি যদি আসে
তোমায় কেন ডাকলে পরে পাই না কভু পাশে।
তুমি বিনে হৃদয়ের ব্যথা সূঁচের মতো ফুঁড়ে।
লাগলে আগুন ঘরবাড়িতে দেখে সবাই চোখে
মনের আগুন কেউ দেখেনা জ্বলতে থাকে শোকে।
শোকে দুখে পাথর হলাম মায়ার বাঁধন তুড়ে।
মনের মাঝে আগুন জ্বলে মরণ হলে পরে
ভালোবাসার আগরবাতি দিয়ো কবর ঘরে।
সেই আগরের খোশবু যেন সারা ধরায় উড়ে।
তারিখ: ২০/৫/২০২৩।