"গৌরব গাথা"


রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাকা বিশ্ববিদ্যালয়)

রক্ত গঙ্গা পাড়ি দিয়ে সবে এলে যখন
রক্তের ঝরনা ঝরছে যেন পা দুটোতে তখন।
বুলেট বিদ্ধ কানের লতি দুলছে যেন হেলায়
দীপ্ত চোখে বিজলীর গতি জ্যোছনা মুখে খেলায়।

গুলির চটে লহুর ধারায় কাপড় চোপড় ভরে
দক্ষিণ বাহুর ছেড়া মাংস রক্ত ক্ষরণ করে।
কাদামাখা মাটির ঘ্রাণে সারা শরীর ভরে
রক্ত স্নাত মুখটায় দেখি অম্লান হাসি ঝরে।

সুঠামদেহে সিংহ গর্জায় চোখে আগুন জ্বাললে
অস্ত্র হাতে যুদ্ধ করে স্বাধীনতা আনলে।
হাতে মুখে দেহ জুড়ে রক্ত ঝরা ছবি
এ যেন এক বিজয় গাথা রক্তমাখা রবি।

মনটা দেখি অটল ছিল মনন মগজ জুড়ে
বিজয় সাধে উড়ছে মনটা অথই আকাশ ফুঁড়ে
হাতে ধরা লাল সবুজের নিশান খানা দোলে
যুদ্ধ করে স্বাধীন দেশটা এসছে ছলে বলে।

হাজার সূর্যের তেজে তেজী আমরা শক্তি ও বল
মিলেমিশে গড়ি দেশটা কেউ করবো না তো ছল।
ধন ও ধান্যে জ্ঞান-বিজ্ঞানে তুললে পরে মাথা
খুশি হবে শুনে সবাই দেশের গৌরব গাথা।

কপিরাইট আইনের সর্ব স্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।
প্রফেসর বাড়ি, মধ্য বাড্ডা, বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
তারিখ: ০৪/০১/২০২৩।