গরিবের মনোবৃত্তি

রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি ও গীতিকার

জীবন যুদ্ধের জোয়ার জলে ভাটির দিকে চলে
কালবৈশাখী দেখলে পরে লুকায় কাঁথার তলে।
পরজীবীর মতো জীবন ধনীরে বলে চোর
সেই মূলত আসল গরিব ভাঙেনিতো ঘোর।

অর্থের চারা রোপন করতে লাঙল ভেঙে ফেলে
কর্তন করে উদ্যোগের ডাল মগজ বন্দি জেলে।
লটারিকে ভাগ্যের চাকা বানায় প্রহর গুনে
ঘুরায়নাতো ভাগ্যের চাকা শ্রমের বীচি বুনে।

অর্থই অনর্থের মূল জ্বালায় বাতি মগজ ঘরে
দুই পায়ে ডান্ডা বেড়ি চলে না আর ডরে।
তরল টাকার খর স্রোতে কংক্রিটের বাঁধ বাঁধে
ডিম পাড়া সোনার হাঁসটি মৃত্যুর ফাঁদে কাঁদে।

সময় বেচে করে আয় শান্তির ঘর জ্বলে
সুখের সাথী বিনিয়োগকে ডুবায় অতল তলে।
উদ্যোগ ভরা শ্রমের নৌকা উজান গাঙে বায়না
ঝুঁকির ভয়ে জীবন ভরা সুখের সন্ধান পায়না।

হিংসা আর দোষের খেলা খেলে জীবন ভরে
পাহাড় সমান কষ্ট নিয়ে জীবনটা ক্ষয় করে।