পহেলা মে মহান মে দিবস। দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ১২ জন শ্রমিক গুলির মুখে স্বীয় জীবন বিসর্জন দিয়ে দৈনিক আট ঘন্টা কাজের দাবি আদায় করেন।
বাংলাদেশে এবার মহান মে দিবসের প্রতিপাদ্য:
শ্রমিক মালিক গড়বো দেশ,
স্মার্ট হবে বাংলাদেশ।
শ্রমজীবী মানুষের জন্য রইলো লালসালাম,
তাঁদের সৌজন্যে লেখা আমার কবিতা "ফুটন্ত রবি" সবার জন্য শেয়ার করলাম।
"ফুটন্ত রবি"
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি, গীতিকার ও অথর
শিকাগোর সেই রক্ত কিন্তু
ফুটন্ত এক রবি,
রবির তেজে ঐক্যের ফসল
তুললো ঘরে সবই।
পহেলা মে মুক্তির নায়ক
ধরণী জয় করে,
সেই রক্তের ঋণ স্মরণ করে
সবাই গর্ব ভরে।
মালিক শ্রমিক মানলো সবাই
কর্ম ঘন্টা অষ্ট,
শ্রমজীবী করছে কর্ম
হচ্ছে না আর কষ্ট।
মিটিং মিছিল ট্রেড ইউনিয়ন
করে না কারো ভয়,
সিংহের মতো গর্জে চলে
ছিনিয়ে আনে জয়।
নিজ অধিকার করতে আদায়
ব্যাঘ্রর মতো লড়ে।
বেতন ভাতার বৈষম্যটার
সমাধিটা গড়ে।
শ্রমিক মজুর সম্পদ বটে
সারা বিশ্বের 'পরে,
ঘুরায় চাকা উন্নয়নের
সবার সুখের তরে।
মে দিবসের চেতনাতো
হাজার সূর্য বটে,
মানলে পরে সকল পক্ষ
কর্মে বিপ্লব ঘটে।
মালিক শ্রমিক কারখানাতো
ভিন্ন কিছু নহে,
একই প্রাণীর তিনটি অঙ্গ
গায়ের সঙ্গে রহে।
একটি অঙ্গ আঘাত পেলে
অন্যটির ব্যথা হয়,
পারস্পরিক নিলে যত্ন
সবাই শান্তিতে রয়।
কপিরাইট আইনের সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।
প্রফেসর বাড়ি, মধ্যবাড্ডা, ঢাকা, বাংলাদেশ। তারিখ: ০১-৫-২০২৪