"ফাইল ঠেকায় ঘুষের খেলায়" (গীতি কবিতা)
(স্বরবৃত্ত ছন্দে রচিত)
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাবি)
ফাইল ঠেকায় ঘুষের খেলায় উন্নয়ন ঠেকে রয়
অস্ত্র ঠেকায় লুটে নেয়ায় সমাজ হচ্ছে ক্ষয়।
ঘুষখোরেরা শিক্ষিত ডাকাত কলম দিয়ে সারে
লুটেরার দল লুটপাট করে অস্ত্র দিয়ে মারে।
যে যার মতো ট্রিগার চেপে আখের গুছায় লয়।
ফাইলের ট্রিগার চাপলে পরে পড়ছে টাকা ঝরে
সেই টাকাতে গাড়ি হাঁকায় মাথা উঁচু করে।
এসব দেখে দশ সমাজে হচ্ছে অবক্ষয়।
ঘুষের টাকায় মানবতা ভেঙ্গে চুরে যায়
লুটের ঠেলায় মানবজাতির বাঁচা বড় দায়।
রুখলে এদের আসবে তবে মানবতার জয়।
তারিখ: ০৬/০৫/২০২৩