"ফাগুনের আগুন প্রেম" (গীতিকবিতা)

রচনায়ঃ প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢা.বি.)

ফাগুনের আগুন প্রেম ধারা বয়ে প্রেমিকের শিরায়
শিরায়,
প্রেয়সীর প্রেমের তীর যেন বিঁধে যায় প্রেমিকের
কলিজায়।

কুসুমে ঘেরা বীটপের ডালে কোকিলা ডাকে
সন্ধ্যায়,
যৌবন রস যেন উথাল পাথাল হয় বুক খানা ভরে
উথলায়।
হৃদয়টা যেন রাগ অনুরাগের আগুনে অঙার
হয় যায়।

ভৃঙ্গের গুঞ্জনে কুসুম ও কলি চোখ মেলে কুঞ্জ
বনে,
মনের মণি কোঠায় প্রেমের কলি উঁকি দেয়
সংগোপনে।
প্রেয়সীর শিরে বাসন্তী ফুলের তাজ দেখে হৃদয়
জুড়ায়।

আগুন লেগেছে শিমুল পলাশ এবং কৃষ্ণচূড়ার
ডালে,
হৃদয়ের মাঝে প্রেমানল ধিকি ধিকি নিরবে
জ্বলে।
আবিরের রঙে রাঙানো মনে প্রেমের জোয়ার
এসে যায়।