ঈদের নীতিকথা (ছড়া)
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি ও গীতিকার
ঈদতো খুশির মস্ত মিনার
মনটা ফুরফুর করে,
নৈতিকতার নায়ক বটে
মনুষ্যত্বের ঘরে।
তাকওয়ার সুইস চাপে সেতো
শুদ্ধির সূর্য জ্বলে,
নাজাতের নাও নোঙর করে
হৃদ সাগরের কূলে।
প্রেম পিরিতির পদ্ম পলাশ
বিলায় ঈদের মাঠে,
অতীত ভ্রান্তি ভুলে সবাই
শান্তির স্বর্গে হাঁটে।
রহমত আর মাগফেরাতের
ফটক যায়কো খুলে,
স্বস্তির সওগাত সাম্পান চলে
মনন মেঘনার কূলে।
ক্বলব কালি যায়কো মুছে
কোলাকুলির ফলে,
বাজে বংশী মানবতার
অন্তর আত্মার কোলে।
সুশীলতার শুভ্র সলতে
ঈদের মাঠে জ্বলে,
চিতায় তুলে পাপের পশরা
পুণ্যের দুয়ার খুলে।
সংহতিটার সৌম্য সুযোগ
সেতো সৃষ্টি করে,
এক মোহনায় মুসলিম উম্মাহ
দেখে দিলটা ভরে।
কলুষ কালোর কবর রচে
নিষ্পাপ শিশুর মতো,
ফেরে বাড়ি মুসল্লিরা
খোদার স্তব রত।
বাড্ডা, ঢাকা, বাংলাদেশ। তারিখ: ৩১-০৩-২০২৫