ছন্দময় জীবন
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি ও গীতিকার
জীবন নামের রেলগাড়িটা
চলছে রেল লাইন ধরে,
খাদ্য নামক তেল মবিল আর
পানিতে ভর করে।
প্রশিক্ষণ আর প্রজ্ঞার হস্তে
স্টিয়ারিং ধরে,
শিখন ফলের কৌশল খাটায়
ইঞ্জিন আপডেট করে।
ব্রেক আর চাকা থাকলে সুস্থ
গাড়ি চলতে থাকে,
পর্যায়ক্রমে অগ্রে যায় শেষ
স্টেশনের ডাকে।
শৈশব ভিত্তিক স্টেশনটায়
গাড়ি এলে পরে,
ভাবনাবিহীন গাড়ি তখন
চলে গড় গড় করে।
কৈশোর কিন্তু দুরন্ত কাল
গাড়ির গতি বাড়ে,
ঝড়ের বেগে এগিয়ে যায়
স্টেশনটা ছাড়ে।
যৌবনটাতো যুদ্ধের সময়
এ ঘাঁটিতে গেলে,
বাধার পর্বত ভেঙে চুরে
পথের সন্ধান মেলে।
সে পথ ধরে রেল গাড়িকে
এগিয়ে যেতে হয়,
বয়সের ভারে ইঞ্জিনে হয়
বালাই বরণ ক্ষয়।
গতি হারায় বার্ধক্যময়
স্টেশনটায় গেলে,
ইঞ্জিন চাকায় স্ট্রোক করে
ঘুমায় ডাম্পিং জেলে।
ঢাকা, বাংলাদেশ / ২২-০৭-২০২৪