"চিরঞ্জীব মুজিব"
(স্বরবৃত্ত ছন্দে রচিত)
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাবি),
কবি, গীতিকার ও অথর
বঙ্গবন্ধুর মার্চের ভাষণ লক্ষ কাব্যের কথা বলে,
তারই কথায় বাংলার মানুষ দুর্গম দুর্গ গড়ে তোলে।
কোটি রাইফেল কিছুই নয়তো এক তর্জনী উঠলে পরে
একটি মৃত্যু লাখো সূর্যের জন্ম দিচ্ছে ঘরে ঘরে।
হাতা কাটা কালো কোটটা ঢালের মতো আগলে রাখে
বিপদ এলে সুতোয় বুনা শক্ত ঢালটা সামনে থাকে।
কালো ফ্রেমের চশমাটা আজ দুলছে সবার চোখের 'পরে
শত্রু মিত্র চিনছে সবাই মনন মেধা প্রয়োগ করে।
দূরবীনের ন্যায় চশমাটাতো ভাবি জাতির কথা বলে
শত্রু হটায় কন্যা তোমার অগ্রে চলছে দূর্বার বলে।
সাদা বর্ণের পাঞ্জাবিটা সা্হস যোগায় সবার মনে
বুলেট বিদ্ধ ঝাঁঝরা বুকটা শক্তির প্রতিক সবার সনে।
ঝাঁঝরা বুকের রক্তের ধারা ৩২ নম্বর পার হয় যখন
রোপিত হয় রক্তের চারা বাংলা মায়ের গর্ভে তখন।
সময়ের সাথে বাড়ে শিশু গায়ে পরে মুজিবের কোট
ন্যায় ও নীতির বুলেট মেরে ভেঙে ফেলে শত্রুদের জোট।
দ্বিধা ছাড়াই বলতে পারি আমরা আজ স্বাধীন জাতি
মুজিব আমার জাতির পিতা বাংলা ভাষা জীবন সাথি।
পারবেনা আর ফেলতে মুছে মুজিবের নাম বাংলার বুকে
কেয়ামত তক থাকবে বেঁচে সবার হৃদয় সুখে দুখে।
তারিখ: ১৯/০৮/২০২৩
" অভিযাত্রিক "
এ ছাপানোর জন্য এ কবিতা টি নির্বাচন করলাম।