"চাওয়া পাওয়ার হিসেব"
(স্বরবৃত্ত ছন্দে রচিত)

রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি, গীতিকার ও অথর

ফুটো পাত্রে ঢাললে পানি
                           ভরবেনা তো জানি,
চাওয়ার আগে পেলে পরে
                            মজা নাই তো মানি।
তাই তো দেখি বিড়াল মশাই
                             শিকার নিয়ে খেলে,
খেলার শেষে ভুরি ভোজে
                            অনেক মজা মেলে।

ধরার 'পরে চাওয়া পাওয়ার
                                  লুকোচুরি খেলা,
শান্তির ঘরে অর্গল দিয়ে
                               চায় যে শুধু মেলা।
গগনচুম্বী আকাঙ্ক্ষার পাল
                          পাগলা ঘোড়ার মতো,
ছুটার পথে পায়ের চটে
                                 করছে হতা হত।

একটি চাওয়া মিটলে পরে
                          আবার একটা আসে,
এমনি করে চাওয়ার বহর
                              মন সাগরে ভাসে।
চাওয়ার বহর বাড়লে পরে
                             মাথায় চাপে বোঝা,
মাথার বোঝা টেনে নেয়া
                          নয়কো অতি সোজা।

অর্থ সুনাম প্রতিপত্তি
                            সবই চাচ্ছি অতি,
অতি পাওয়ায় জীবন সংশয়
                          তবু নেইকো ক্ষতি।
চাওয়া পাওয়ার হিসেব যতো
                           খাটো করা যাবে,
শান্তিপূর্ণ পরিবেশটা
                         ততই কাছে পাবে।

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২১