" বয়কট বয়সের বন্ধন"

রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি ও গীতিকার

বয়স কোন ব্যাপার নহে
                  জীবন হোক গতিময়,
মুগ্ধতাতো শক্তির ট্যাবলেট
                         রোধে সকল ক্ষয়।
বয়সটারে বল বানিয়ে
                      খেললে কর্মের খেলা,
সবুজ ঘাসের ডগার মতো
                       দোলে জীবন ভেলা।

ইচ্ছাশক্তি স্টিম ইঞ্জিন
                            বয়স কিন্তু সংখ্যা,
বয়সের সাগর পাড়ি দিয়ে
                          বাজায় বিজয় ডঙ্কা।
স্বপ্ন আশা পূর্ণিমার চাঁদ
                         হৃদয় জোছনা ছড়ায়,
বিশ্বাসের বল বিজয় আনে
                         আনন্দের জল গড়ায়।

মনটা কিন্তু লাউয়ের ডগা
                           শ্যামল সতেজ থাকে,
উচ্ছ্বাসের ঢেউ দোলায় তারে
                               মনন নদীর বাঁকে।
চায়ের কাপে ঝড় তুলে
                             বসলে টেবিল টকে,
জীবন হয়কো উপভোগ্য
                                 নিত্য রবে ওকে।

এসব থেকে উইথড্র করলে
                              বেঁচে থেকেও মড়া,
দুর্বিসহ জীবন ঘোড়া
                           হয়কো ল্যাংড়া খোড়া।

কপিরাইট আইনের সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।
ঢাকা, বাংলাদেশ / ১৮-৭-২০৪