"বসন্ত বন্দনা"
(বসন্তের কবিতা)
রচনায়ঃ প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাকা বিশ্ববিদ্যালয়)
ভরা যৌবনে ঋতু রাজ,
ধাঁধায় আঁখি শিমুল পলাশ।
অরণ্য মাঝারে হরিদ্রা লালে,
লেগেছে ফাগুন কপাল কপোলে।
কৃষ্ণ চূড়ার ডালে ডালে,
জ্বলে অগ্নি লোহিত লালে।
বনে বনে ভ্রমরের গুঞ্জনে,
জাগে কুসুম কলি কুঞ্জবনে।
মেঘের কোলে জোছনার খেলা,
কাননে পুষ্প কলির মেলা।
ছড়ায় সুরভি পবন ভেলা,
জাগে চিত্তে অনুরাগের দোলা।
কোকিলের কুহুতান সুবা সন্ধ্যায়,
অন্তরে ভালবাসার রঙ ছড়ায়।
কপোত কপোতি পেখম মেলে,
মনের মণিকোঠায় প্রেমানল জ্বলে।
যাই হারিয়ে নীল নীলিমায়,
ঋতুরাজের রকমারি রঙের কৃপায়।