"বন্ধুত্বের বন্ধন"
(গান/কবিতা)
রচনায়ঃ প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাকা বিশ্ববিদ্যালয়)
রচনাকালঃ ০১/১২/২০২০
বন্ধুত্ব সেতো বসত করে
মনের ঘরে,
চিত্ত চেতনায় নাড়া পড়ে
আবেগ ভরে।
মধুর দুটি ধারা মিশে গেল
সুমহোনায়,
মন মেজাজের গহীনে এলো
হাসি কান্নায়।
আবেগ আকুতি ব্যাথা বেদনার
দৃঢ় বন্ধন,
ভরে আঁখি নোনা জল বন্যার
দিলে রোদন।
বন্ধুর সুখে দুখে হাসে কাঁদে
সেতো স্বজন,
অন্তরে অন্তর মিশিয়ে থাকে
রয় বন্ধন।
বিপদে আগায় আগ্রহ ভরে,
করে যতন,
যায়না পিছিয়ে দম্ভ করে
বন্ধু রতন।