"বোধের বিল"
রচনাকাল: ১১/০১/২০২৩
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
বোধের বিলে খেলছে বোয়াল হরেক বুদ্ধির খেলা
তাই না দেখে হিংস্র ঈগল ফাঁদছে ফন্দি মেলা।
ফন্দি ফিকির করে ঈগল ওড়ছে বিলের ওপর
বোয়ালরা সব লুকিয়ে পড়ে মাথায় দিয়ে টোপর।
টোপর মাথায় ঘুরছে তারা আলো হারা জলে
জীবন নিয়ে টানাটানি কেমনে মাথা তোলে।
বোধের বিলটা শূন্য দেখে ঈগলরা সব খুশি
ইচ্ছে মতো কাটছে তারা মনন মেধার কুশি।
কুশি কাটা মনন বৃক্ষ বাড়ে না আর তেজে
ছাগল গরু খাচ্ছে পাতা ইচ্ছেমতো ভেজে।
বোধের বিলে চরছে এখন ছাগল গরু খাসি
তাই না দেখে ঈগল মশাই হাসছে কপট হাসি।
ছাগল গরু বেজায় সরল যখন যেটা চাচ্ছে
মগজ মশাইর দাবার চালে তখন সেটা পাচ্ছে।
ঈগলরা সব ভালোই আছে বাইছে সুখের তরি
বোধের বিলে বৈঠা মেরে চলছে উজান ধরি।
তাইতো তারা ঘুরছে ফিরছে খাচ্ছে ভালো ভালো
বোধের ব্যাধে ধরলে পরে নেবে প্রাণের আলো।