"বিশ্বে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের অনুরণন"
রচনায়ঃ প্রফেসর ড মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢা. বি.)
ব্জ্র কন্ঠে বঙ্গবন্ধুর ৭ ই মার্চের
অবিনাশী ভাষণ,
বিশ্ব ঐতিহ্যের স্মরণীয় সৌন্দর্যময়
কুসুম ভরা বাহন।
বিশ্ববাসীর অগ্রে চলার ধ্রুব তারা
মুষ্টিবদ্ধ প্রেরণা,
বাঙালিদের জীবন ভরা লালিত ধ্যান চিন্তা
ও ধারণা ।
শোষিত ও বঞ্চিত সব মানুষের শোষণ
মুক্তির হাতিয়ার,
নিরোন্নদের ভুখা পেটের আগুন নেভার
প্রত্যয় ও অধিকার।
পরাধীনের শৃঙ্খল ভাঙার ব্জ্র কঠিন
অবিনাশী এক গান,
স্বাধীনতা হরণকারী হায়না তাড়ার সুন্দর
অমোঘ বিধান।
মুক্তিকামি মানব জাতির অগ্রে যাওয়ার
পিচ ঢালা মসৃণ পথ,
মা জননীর মুখ নিসৃত বর্ণ মালা আব্রু
রক্ষার শফথ।
মার্চের ভাষণ বাঙালির ও মানবতার
মুক্তির শুভ্র সনদ,
স্বাধীনতা হীনতার সব জিঞ্জির ভেঙে বেরুবার
মসৃণ পথ।
৭ই মার্চের ভাষণখানা নজরুলের বিদ্রোহী
গান কবিতা,
মেক্সিম গোর্কির মা চরিত্রের অর্থনৈতিক
মুক্তির স্লোগান গাথা।
মার্চের ভাষণ স্বাধীনতার ডাক অসুরের
বিরুদ্ধে প্রেরণা,
সৈকত হারা সব নাবিকদের কুলে ওঠার
দিকের নির্দেশনা।
হ্যারিসনের স্বাধীনতার উচ্ছ্বাস মাখা
অবিনাশী এক গান,
বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন
স্বাধীনতার আহবান।