"বিশ্বাসের বীজ"
(স্বরবৃত্ত ছন্দে রচিত)
রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাবি); কবি, গীতিকার ও অথর
দৃষ্টি মেলে দেখছো যেসব সবই খোদার সৃষ্টি,
বাসলে ভালো এসব সৃষ্টি খুলে অন্তর দৃষ্টি।
আকাশ ভেদি দৃষ্টির খেলায় পেলে খোদার কৃষ্টি
হৃদ জমিনে ঝরতে থাকে ঈমানী ঝড় বৃষ্টি।
বৃষ্টি ভরা মনের মাঠে কর্ষণ করলে পরে
কোরআন সুন্নাহর সমন্বয় সার সেথায় প্রয়োগ করে।
বুনলে পরে বিশ্বাসের বীজ গজায় তাকওয়ার চারা
হায়নার হাসি হারিয়ে যায় গলায় পড়ে পারা।
তাকওয়া বৃক্ষ বেজায় সুন্দর দেখতে বড় ভালো
তারই ছায়ায় থাকলে পরে জগত হয় যে আলো।
আলোর ধারায় ডালপালা সব সর্বদিকে ছুটে
অসুন্দরের সমাধিতে সুন্দরের ফুল ফুটে।
ফুলের হাসি হাসে ধরা সৌরভ বিলায় চলে
তাইনা দেখে খোদার আরশ খুশির দোলায় দোলে।
প্রফেসর বাড়ি, মধ্য বাড্ডা, বাড্ডা, ঢাকা।
তারিখ: ১০/০৭/২০২৩।