"বিজয় পঞ্চাশের শুভেচ্ছা"
প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাকা বিশ্ববিদ্যালয়)
তারিখঃ ১৬ ডিসেম্বর ২০২০।
বিজয়ের পঞ্চাশ
বছর,
দূর্ণীতি ধুয়ে যাক
নিরন্তর।
মুছে যাক কলুষতা
কুসংস্কার,
কেটে যাক সকল মলিনতা
আঁধার।
জ্বলুক শিখা অনির্বাণ সুশীল
শিক্ষার,
দৃপ্ত পদভারে এগিয়ে যাক বাংলাদেশ গতিতে দুর্বার।
প্রতিশ্রুতি মোদের হোক
একটা,
মিলেমিশে ভালবাসি
দেশটা।
নিরন্তর হাত রাখি
হাতে হাতে,
মণি কাঞ্চনে ভরে তুলি দেশটা
একসাথে।
এ কামনায় মহান বিজয় দিবস
করি স্মরণ,
সকলকে জানাই বিজয়ের
শুভেচ্ছা অভিনন্দন।
যাদের রক্ত, ঘাম, ত্যাগ,
তিতিক্ষার বিনিময়,
পরাধীনতার জিঞ্জির ছিড়ে এদেশ
স্বাধীন হয়।
তাদের প্রতি রইলো
আমার,
অকুন্ঠ ভালবাসা বিনম্র
শ্রদ্ধা বারবার।