"বসন্তের শুভাগমনে বাসন্তী শুভেচ্ছা"

ঋতুরাজ বসন্ত এলো বাংলা মায়ের ঘরে,
শিমুল পলাশ কৃষ্ণচূড়া ফুটলো থরে থরে।
চোখ জুড়ানো রক্তিম আভায় স্নিগ্ধ হাসি ঝরে,
বসন্তের বাসন্তী সালাম রইলো সবার তরে।