"আত্মার আকুতি"
(মরমি গান / কবিতা)
রচনায়ঃ প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ.ডি. (ঢাকা বিশ্ববিদ্যালয়)
ছাদ কাননে কুসুম কলি,
ছড়াবে সুরভি গাইবে অলি।
তুলবে ছবি ক্যামেরা কাঁধে,
পড়বেনা মোর পদচিহ্ন এছাদে।
ধ্বনি ধরে ধূম্র তাড়ে,
গাড়ির বহর গেরেজ ছাড়ে।
দ্বারবান গাড়োয়ান করবে কোলাহল,
রইবেনা মোর কন্ঠের শব্দদল।
তাকায় কেতাব জলভরা নয়নে,
ধূলো ধূসর মলিন বদনে।
রইবে তারা যতন হারা,
হস্ত পড়বেনা আমার সারা।
নিলয়ের নিকটে পদচারি মাঠে,
শিশির সিক্ত পদভারে হাঁটে।
অরূণোদয়ের ঔজ্বল্যে পাখপাখালির কলোকাকলি,
পড়বেনা মোর পায়ের ধূলি।
থালা বাটি রইবে পরিপাটি,
ভুঁজাকালে টেবিল পানে হাঁটাহাঁটি।
আসবে সবাই টানবে বাসন,
শুন্য রবে আমার আসন।
লেখন শালায় লেখনী মসি,
খুঁজবে মোরে দিবা নিশি।
দেখবে চেয়ে ম্লান বদনে,
অনন্তকাল কাটবে অশ্রুভেজা রোদনে।
কিরণ ছড়াবে প্রভাতের রবি,
স্নেহভালোবাসা হাসিকান্না রইবে সবি।
কর্মছটা মোর ধ্বনিবে ধরায়,
রইব গগনে তারার মেলায়।