"আস্থার স্থল"

রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি, গীতিকার ও অথর

আস্থা রাখা যায়কো তারে
                বিপদ আসলে পরে,
ঠাঁই দেয় যদি আপন কুলায়
                জীবন বাজি ধরে।
রাগতো শুধু মেজাজ নহে
                 ভালোবাসার তরি,
বুঝতে পেরে মনের ভিউটা
                  বলে যদি সরি।

পাতা ফাঁদে পড়লে পরে
                  চলন পন্থ ভুলে,
মহা বিপদ জেনেও যদি
                  হস্ত ধরে তুলে।
হাসির মাঝে লুকায় থাকা
                   কষ্ট বুঝে যদি,
স্নেহাদরের মলম দিতো
                   ক্ষতে নিরবধি।

চললে পরে শাখের করাত
                    মুখে পড়ে তালা,
চাবি ঘুরায় বুঝতো যদি
                    সেতো নহে কালা।
বইতো তবে জীবন নদী
                   মহা সুখের ঘরে,
উজান যেতো সংসার খেয়া
                   শান্তি সাথে করে।