তোমার লেখা কথা,
আমারও যে কথা
ছত্রেছত্রে, ছন্দেছন্দে
কত সহজ গাঁথা
তাইতো ভালো লাগে।

তোমার কন্ঠের গান
গানের কথা শক্তি পেয়ে
মনোবীণায় বাজে
জেগে ওঠে প্রাণ,
তাইতো ভাল লাগে।

তোমার হাতের খাবার
রূপে, রসে, স্বাদে, গন্ধে
রসনা আনে মনে
তৃপ্তি জাগায় প্রাণে
তাইতো ভাল লাগে।
৯.২.২১