ভালোবাসা তো নয়কো খেলা, এ যে ভালোতে বাস করা
আঘাত দেওয়া কিংবা আঘাত পাওয়া, এ যে নিষ্ঠুর খেলা।
ভালোবাসা আর কামনা যেন জীবের দুটি ভাব
একটি করে নিয়ত কাছের, অন্যটি- স্বার্থ অন্তে দূর।
ভালোবাসায় আছে অনেক কষ্ট, যেমন শিশুর লাগি বেদনা
ভালোবাসা একান্ত-নিবিড় হলে সার্থক হয় সকল কামনা।
কেবল কামনা কামিনী স্বরূপ, শুদ্ধ ভালোবাসা যেন মাতা
ভালোবাসা-কামনার যুগল-বন্দী- আমাদের শ্রীমতি-বামা।
১৯.২.২১