ভালো মন্দ দু-ই আছে এই পৃথিবীর বুকে
মন্দ ছেড়ে ভালোকে আমি নিই না কেন সেধে।
ভালো মন্দ কাছাকাছি কেবল জ্ঞানের ফারাক
মন্দ ছেড়ে ভালোকে গ্রহণ, তবেই ভালো বরাত।
জ্ঞান বাড়ে বাড়ীর শিক্ষায়, গুরুর আশ্রয়ে থেকে
শেখে অনেকে ঠেকে ঠেকে পরিস্থিতির চাপে।
জীবনের যত কর্ম- কান্ড, কিংবা আসা যাওয়া
আর কিছু নয়, নিজেকে কেবল জ্ঞানে সমৃদ্ধ করা।
দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ অর্থ, সবলকে নিয়ে চলা
এই চলনাই নিয়ন্ত্রনী-শক্তি মন্দকে ভালো করার।
২৩/৭/২৩