ঈশ্বরেরই সন্তান মোরা
যে যেখানেই থাকি
একের উন্নতিতে অপরের লাভ
এই তো স্বাভাবিক নীতি।
উন্নত অর্থ শ্রেষ্ঠে নতি
উন্নতিতে পথ সুগম করি
যে পথ ধরে একে অন্যে
জীবন চলা সহজ করি।
একা সুখে তো সুখ নেই
সুখী করলে সুখ আসে
ধনী তাহার ধন বিলিয়ে
মহান মানুষের আখ্যা মেলে।
সৃষ্টিকর্তা গুণ দিয়েছেন
সৃষ্টির প্রতি সত্তাতে
গুন-বিকাশে সাহায্য ক’রে
ভোগ করি সকলে।
যুদ্ধ-কলহে কার কি লাভ
শক্তির কেবল অপচয়
দর্পে অহং চূর্ণ কেবল
প্রকৃতিতে দম্ভ অচল।
প্রত্যেকেরই উন্নত চলন
যখন যোগান ধরে অপরে
সকলকে নিয়ে উন্নত চলন
আত্মপ্রতিষ্ঠা হয় সহজে।