উৎস ছিন্ন নদীতে কি বহমানতা থাকে?
উচ্ছলতা পেতে হলে
উৎস ও লক্ষ্য এ -দুয়ের প্রভাব
অবাধ হওয়া লাগে।
উচ্ছল জীবন যেন
দুই ইঞ্জিনের ট্রেন
একটি টানে সম্মুখ পানে
অন্যটি ঠেলে পেছন থেকে ।
জীবনে আদর্শ-প্রাণতা-
যেন সম্মুখের ইন্জিন
মাতা-পিতায় সেবা-প্রাণতা
পেছনের ইন্জিন।