মায়ের পূজা করতেই হবে
পুরুষ- নারী সকলের
আত্মশক্তি বাড়বে ক্রমে
অসুর বুদ্ধির দলনে।

সুর-অসুর এক দেহে রয়
ভাল-মন্দের হের ফেরে
মায়ের পূজা সত্যি হোলে
অসুর নাশি সুর জাগে।

জগত মাতাই সবার মাতা
আপন মাতায় তাঁর প্রকাশ
তার খুশীতে চললে পরে
মাতৃ-ভাব বৃদ্ধি পায়।

মাতৃভাব জাগ্রত হোলে
কাম রিপুর নিয়ন্ত্রণ
অসুর ভাবের দমন হয়ে
দিব্যভাবের উদ্বোধন।

মায়ের পূজা খুব প্রয়োজন
নিত্যদিনের অভ্যাসে
মায়ের সেবা, মায়ের পূরণ
শান্ত করে চঞ্চল মন।

শান্ত মনেই সাম্যভাব
প্রকৃতির মূল যতন
চাল-বেচালকে সাম্যে এনে
ধরে অবাধ উন্নয়ন।

উন্নয়নই পূজার প্রসাদ
পূজা অর্থ সম্বর্ধনা
বর্দ্ধনাতে উন্নীত হোলে
হয় যে পূজার সার্থকতা।

মহাজনেরা তাইতো বলেন
মায়ের সেবা নিত্য কর
মাতৃভক্তি ভক্তি অটুট হোলে
উন্নতি হবে অবাধ তত।