ছোট্ট শিশু তার মায়ের কোলে পরম নির্ভয়;
তার আহারে-বিহারে, শৌচ-স্নানে
তার সকল কিছুর পরিপূরণে তার মা,
মায়ের মত তারও গ’ড়ে ওঠে এক একাত্ম বন্ধন,
মাকে অনুসরণ ক’রে চলে সে।
আক্ষরিক অর্থে সে পরাধীন হলেও
সে সার্থক স্বাধীন-
যথার্থ অর্থেই সে বাঁচে বাড়ে-
জীবনকে উপভোগ করে সহজ ভাবে।
অনুরাগ, ভালবাসা ও হিত সাধনের
মাঝেই প্রকৃত স্বাধীনতা-
এ বিনা স্বাধীনতা- ভক্কাটা ঘুড়ির মত-
নাটাইয়ের সুতা হ’তে বিচ্ছিন্ন- নিয়ন্ত্রণ হীন
অধঃপতনের সহজ চলন।