প্রোটন যেমন স্থির থাকে নিউট্রনের সাথে
পুরুষ তেমনি সুঠাম রয় আদর্শকে ল'য়ে।
নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যেমন ঘোরে
নারী তেমনি চলতে থাকে আদর্শ-পুরুষ লয়ে।
ইলেকট্রন-প্রোটনের এমনি চলা- পরমাণুকে করে স্থির
ছোট্ট হলেও সুন্দর সংসার, আদর্শ নজির।
৫-৫-১৭ইং