অতি পুরাকালে, বর্ণিত মতে স্বপ্নাদেশ হয় ভক্ত ইব্রাহিমে
মোর কাছে তুমি, দাও বলিদান- তোমার প্রিয়তম বস্তুকে।
সারা নিশা ভাবি করেন স্থির - পুত্রই মোর অধিক প্রিয়
নিশা অন্তে, স্থির মনে, পুত্রকে লয়ে হাজির হন উপাসনা-গৃহ।
ঊষার লগনে মাথা নত করি প্রার্থনা করেন পিতা ও পুত্র
বলেন অবশেষে, হে প্রভু! পুত্রকেই আনিয়াছি তোমার অভীষ্ট।
পুত্রকে কহেন কলিজা আমার তোমাকে করিব আজ ঈশ্বরে দান
যূপ কাষ্ঠে মাথা রাখি একান্তে গাও কেবল ঈশ্বরের জয়গান।
এই বলি, ঈশ্বরে স্মরি, অসি হাতে বলিদানে যখন উদ্যত
তক্ষুনি ঈশ্বর গগন-ভেদী গর্জনে ইব্রাহিমে কহেন- তিষ্ঠ।
ধন্য ধন্য ইব্রাহিম, ধন্য তোমার সত্যবাদিতা, প্রেম, বিশ্বাস
যত দিন রবে এই পৃথিবী অমর হয়ে রবে এই মহা-বলিদান।
ভক্ত জন যবে কোরবান লয়ে প্রশ্ন করেন রসুল-আল্লায়
বলেন তিনি শ্রদ্ধা ভরে এই আদর্শ তোমাদের পূর্ব পিতার।
আল্লার কাছে নাহি পৌঁছে কোন সম্পদ, দেহ, রক্ত, মাংস
তিনি কেবল চান নিষ্ঠা ভরা প্রেম, ত্যাগ, আস্থা, আনুগত্য।