পৃথিবীতে যেন দুটি জাত
নারী ও পুরুষ
একে অন্যের পরিপূরক হয়ে
পূরায় সকল কাজ।
স্ত্রী যখন বলে যেতে বাজার
আনতে প্রয়োজনীয় উপকরণ
পুরুষ তখনি হাতে ব্যাগ নিয়ে
বাজার এনে করে পরিপূরণ।
তাই দিয়ে নানা প্রণালীতে
করে নানা প্রকার রন্ধন
আদরে সোহাগে তাই দিয়ে
করান সকলের ভোজন।
এমনই ভাবে চলে পরিবার
চলে সমাজ দেশ
এমন চলনই সহজ চলন
থাকে সাম্যের রেশ।
সকলে সমীহ করে ব্যক্তিকে নয়
পরিপূরণী ব্যক্তিত্বকে
সমাধান পেয়ে পরি-পূরিত হয়ে
ধন্য ধন্য বলে তাকে।
নারী শিক্ষিত হউক নারীত্ব অর্জনে
পুরুষ তার পৌরুষে
নারী পুরুষ সম্মিলিত ভাবে
সমৃদ্ধ করুক সমাজকে।
শিবলিঙ্গের অনন্ত মহিমা
তাই যেন করে ঘোষণা
পুরুষ-নারীর সাম্য অবস্থান
সৃষ্টিকে রাখে বহমান।
তাই অবনমন নয়, চাই আরোহণ
পুরুষ- নারী সকলের
চাই পরস্পর সম্মান, পরস্পর পূরণ
পেতে সমাজের উন্নয়ন।
পুরাণে বর্ণিত, শিব-গৌরী যুগল
যেন এক আদর্শ দম্পতি
পুরুষ-নারী আরতি করে
পেতে ভালো যুগল, সন্ততি।