অনেক সময় জাগে প্রশ্ন
‘শপথ, সঙ্কল্প, আদেশ, দিব্যি’
এদের কি আছে সীমারেখা?
মহাভারতের ভীষ্ম
শপথ পালনে
করেছেন কত অভব্য কাজ;
শেষে শরশয্যায় দেহরক্ষা;
নেপোলিয়ন- ফ্রান্স সম্রাট
মায়ের ইচ্ছা পূরণে
বাঁধিয়েছিলেন বিশ্বযুদ্ধ;
শেষে নির্বাসিত একাকী জীবন;
অহঙ্কারী, মদমত্ত
স্বামীর যথেচ্ছ অত্যাচারে
কত সতী নারীর চোখের জল
নাক দিয়ে বয়ে যায়……..
এসকলই কি চলিত অর্থে -
‘শপথ, সঙ্কল্প, আদেশ, দিব্যির’
অন্যায্য বাধ্য-বাধকতা নয়?
তবে কোথায় এর সীমারেখা?
জীবন-
বাঁচা ও বাড়ার নামই জীবন,
সমষ্টিগত জীবনই জীবন-
এটা যেখানে অবাধ-
শপথ, সঙ্কল্প, আদেশ, দিব্যি
সেখানেই তা সফল-
এর উল্টো যেখানে-
সেই মূল্যবান শব্দ গুলোর
সীমারেখা সেখানেই শেষ-
শ্রীকৃষ্ণ আপন প্রতিজ্ঞা ভঙ্গ করেও
ধরেছিলেন অস্ত্র কুরুক্ষেত্রে
তাইতো তিনি মহাপুরুষ।
২৭.৯.১৭