হাতের আঙুল নয়কো সমান
এতো স্বাভাবিক কথা
এরই মাঝে লুকিয়ে আছে
প্রকৃতির মহানতা।

দুই হাতের দশ আঙুলের
ক্ষমতা, নিপূনতা পৃথক
কার্য্য সাধনে পরস্পরের
সহযোগিতা অসাধারণ।

ভিন্ন হয়েও পরস্পরের
সামঞ্জস্য রকম
প্রকৃতির মাঝে অবস্থানের
সহজ নিদর্শন।