নানা রঙের আলোর ধারা
ঝরছে ধরায় অবিরাম
নানা রঙের ভাব ব্যঞ্জনায়
রাখছে জীবন বহমান।
রামধনুর রঙিন আলো
আপন সত্তায় মহীয়ান
বিশেষ ভাব-সমাবেশে
অরুণ-আলো হয় নির্মল।
নানা রঙের আবীর ফাগে
হোলি-খেলে পরস্পরে
প্রেমের ছোঁয়া লাগিয়ে দিয়ে
উচ্ছল করি জীবনটারে।