আপনাকে চেনা, ভালবাসা, সত্যি ভীষন কঠিন
সত্তা-প্রীতি আর বৃত্তি-টান মনকে করে মলিন।
জীবনের উৎস যিনি তাঁকে ভালবাসা সহজ
মাতা পিতাই জীবন উৎস কে করে অস্বীকার।
মাতা-পিতাকে সেবা দেওয়া, খুশী ক’রে চলা
আর কিছু নয়, নিজেকেই সুন্দর করে গঢ়া।
দুনিয়ার যা’ কিছু সব, সবার উৎস ঈশ্বর
রাম, কৃ্ষ্ণ, যীশু, রসুল - তাঁরই ব্যক্ত রূপ।
অসহায় মানুষের ডাকে, সহায় হন নানা রূপে
ভালবাসা দিয়ে, ভালবাসা নিয়ে, বাঁচান সবারে।
তাঁকে ভালবাসা প্রভাবিত করে ভালবাসিতে সকলে
স্বর্গ তখন ফুটে ওঠে এই উৎসমুখী চলনে।