সারা বছরের ভালমন্দের
নানা কর্ম প্রবাহের অভিজ্ঞতার নির্যাসটুকু বৃক্ষের বর্ষ-বলয়ে রেখে,
খরা ও ঝড়কে হাতিয়ার করে
ছিন্ন ও মলিন বস্ত্র পরিত্যাগ করে
বাসন্তী মায়ের আগমনকে সাদরে গ্রহণ করবার জন্যে
গাছে গাছে নতুন সবুজ পাতা ও
গুচ্ছ গুচ্ছ রং-বেরঙ্গের ফুল দিয়ে সাজিয়ে তুলল,
নানা পাখি রকমারি কলতানে
আকাশ বাতাস মুখরিত করে তুলল,
শুরু হল নতুন ভাবে, নতুন ছন্দে আরেকটি নববর্ষ।
ব্রাহ্ম মুহুর্ত হতে তাইতো সকলে
ইষ্টদেবের পূজা, প্রার্থণা ও আশীর্বানীর মন্ত্রে
নিজেকে নতুন ভাবে সিঞ্চিত করে তুলছে।
কোথাও বিহুগীতের নাচন দোলা,
কোথাও ঝুমুরের নান্দনিক ছন্দ,
কোথাও রবীন্দ্র সঙ্গীতের ললিত মুর্চ্ছনা,
কোথাও কীর্ত্তনের একাগ্র নন্দনা-
দিকে দিকে আনন্দেরই প্রকাশ ঘটিয়ে
নিজেকে উজ্জীবিত করে
নতুন বছরে নবীন উদ্দ্যমে চলবার
জ্বালানী সঞ্চয় করে নিচ্ছে।