ভেবে ছিলেম মনে বহুদিন হতে হয়নি কোন রচনা
আঁধার রাতে মহাশুন্যে, খুঁজে পেলাম কেবল ‘না’।
এটাই যেন বুঝিয়ে দিল - সৃষ্টির মোহে ছুটো না
ভাবীর সাথে ভাব না হলে, ভাবের সৃষ্টি হয় না।
সকল সৃষ্টির মূলে থাকে - আত্মা স্বরূপ ভাব
সৃষ্টি করা আর কিছু নয়, সংহত ভাবের প্রকাশ।
তাঁর ভাবে সহজ যিনি, তাঁর ইচ্ছা মত চলে
নিত্য বহে ভাব তরঙ্গ তার হৃদয় বীণার তারে।
নিষ্ঠাহীন অলসপ্রিয় আমি করি অবগাহণ কালে-ভদ্রে
মনে জাগে তাই, তাঁর কৃপা বিনা, সৃষ্টি হয় না ভবে।