মানুষ ধরার ধীবর মোরা
এসো ধরি শিকার
যে যেমন পারি ধরতে থাকি
নাই যে কোন উপায়।
এক-এক করে ধরা যাবে
বরসীর ছিপ ফেলে
একসাথে অনেক পেতে হলে
জাল ফেলতে হবে।
খালের সব ধরতে হলে
সেচতে হবে খাল
একা একা কষ্ট হলে
দলবেধে ধরি হাল।
আরও বেশী পেতে হলে
নদীর মাঝে যাই
নৌকা বোঝাই করে নিয়ে
চল ব্রহ্ম-সাগরে যাই।
ব্রহ্ম-সাগরে উজাড় করে
দিই সকল শিকার
সকলে মিলে সার্থক হই
ব্রহ্মেরে করি আধার।