কোকিলা কোকিলেরে ডাকে
কেউ সাড়া দেয়, কেউ দেয় না।
মধুর মিলনে অনেকেই মত্ত
আড়ালে কেউবা বেদনায় কাঁদে।
পুরনো শুকনো পাতা ঝ’ড়ে পড়ে
সজীব কচি পাতা আসে ডালে ডালে
ঝ’ড়ে পড়া পাতার মর্মর ধ্বনি
কিছু দরদী বীণায় বাজে
আর সকলে নতুন পাতা নিয়ে
আনন্দে মসগুল হয়ে ওঠে।