বন্ধু তোমরা, জন্ম নিয়েছ তিন মায়েরই কোলে
একই শিক্ষা নিচ্ছ তোমরা একই শিক্ষা গুরুর কাছে।
কে জানেগো তোমরা ছিলেনা একই মায়ের ছেলে
শিক্ষা গুরু ছিলেন না পিতা, কোন এক জন্মে।
জীবনের উদ্দ্যেশ্যই হ’ল আরো বড় হওয়া
তাই ভাষা নয়, বর্ন নয়, সম্প্র্দায় নয় -
প্রয়োজন, জীবনের পথে চলা।
জীবন-পথে প্রথম অবলম্বন মায়ের প্রতি টান
তাঁকে ভালবেসে, খুশী রাখা- সঠিক অভিযান।
মায়ের প্রতি সহ্জ টান হলে, পিতায় বর্তাবে
সেই টানই ক্রমে ক্রমে পরমপিতায় পৌঁছুবে।
পরমপিতায় সহ্জ টান হলে আর সব ফর্সা হবে
আপন ভাবে সেবা দিয়ে সবে অমৃত লাভ হবে।
এই বোধিতে সিদ্ধ হয়ে, উদবুদ্ধ কর আর সবাকে
মোরা ভিন্ন নই, এক পরিবারের, পরমপিতার সংসারে।