(মন রে)
যাকে তুমি আপন ভাব
পরশ তোমার চাইবে সে
আদর পেলেই খুশী হবে
নইলে রূপটি কালো হবে ।
সংসারে আছে দুটি জিনিস
একটি সং অন্যটি সার
সার কে আগে আপন করে
সং কে তুমি ধর পরে।
সারের জন্যই তুমি কিন্তু
সং-য়েরা সব তোমার জন্যে
সার কে খুশী করতে গিয়ে
সং কে তুমি লাগাও কাজে।
সং ও সারের মর্ম বুঝে
সংসার-ধর্ম যে করে
ক্রম-বর্দ্ধনে এগিয়ে গিয়ে
জীবনটি তার সার্থক করে।