শিশির সিক্ত ধরনী, তারি মাঝে
উত্তুরে শৈত্য বাতাস-
বুকের পাঁজড়ের হাড় বুঝি ঠকঠক করে কাঁপে-
তবু সন্তান-সন্ততিকে আঁকড়ে ধ'রে
বুকের উত্তাপ দিয়ে আগলে রাখে;
রাত্রি শেষ হয় কোন ক্রমে।
দিন আসে, রাতের অন্ধকার স'রে যায় বটে
কিন্তু সে কোথায়, তার উত্তাপ বিহনে
বাছা গুলোকে যে টিকিয়ে রাখা দায়।
বুকভরা একরাশ আশঙ্কার করুণ চাহনী মেলে ধরে আকাশে।
এদিকে নৈশ-ডিউটি সেরে প্রিয়া মিলনে ব্যস্ত হয়ে ওঠে সে,
কিন্তু বাধা হয়ে দাঁড়ায় শীতের মৌসুমির ঘন-কাল মেঘ,
তাকে প্রচন্ড প্রতাপে সরিয়ে
অবশেষে প্রাক-দুপুরে হয় প্রিয়া-প্রিয়ের সাক্ষাত,
সব কষ্ট, সব শঙ্কার হয় অবসান-
সন্তান-সন্ততি শীতের সঙ্কীর্নতা ঝেড়ে ফেলে
যে যার মত, খেলায় মত্ত হয়ে ওঠে।