বাঃ কি সুন্দর-
ঝান্ডা ঝান্ডা, চারিদিকে ঝান্ডা
যেমনটি ঝান্ডা, তেমনটি ডান্ডা
ধরে ডান্ডা, উড়ে ঝান্ডা
ঝান্ডা কেবল ঝান্ডা ।
কিন্তু এ কি দেখি -
ডান্ডা ডান্ডা, মোটা মোটা ডান্ডা
ঝান্ডা কয়েক, ডান্ডা অনেক
ছোট ঝান্ডা, বড় ডান্ডা
যেন ডান্ডার তরে ঝান্ডা ।