সংসার মহাভার-
যদি না থাকি লয়ে সার। ১
সারে হয় ভক্তি
সং এ হয় আসক্তি। ২
সার লাগি সং লাগাও
জীবন নাওয়ে উজান বহাও। ৩
সার নাই, সার নাই
সং লাগি সার
জীবন তালে আনন্দ নাই
আবদ্ধ সংসার । ৪
সং লাগি সংসার
সংসার হয় মহাভার
মহাভারে জান আনচান
প্রাণ বলে পালাই পালাই । ৫
সার কর সার কর
সংসারের সার
সারময় হয়ে উঠুক
জগত সংসার । ৬