আঁধার ঘরের বন্ধ দুয়ার খুলো নাকো
পার যদি জ্বালতে আলো তবেই খোল
নইলে ওটা বন্ধ আছে, বন্ধই থাক-
হবে ভাল।
আঁধার মাঝে কোন কোনেতে
লুকিয়ে আছে কোন কালো
আবেশে যার হতে পারে জীবন কালো
তাই ও দুয়ার বন্ধই থাক, খুলো নাকো
হবে ভাল।
অন্ধ-মোহে ঢুকো নাকো আঁধার ঘরে
অজানা ভয় ঠিকই জেনো পিছু নেবে
স্বস্তি পেতে পাবে তুমি কেবল জ্বালা
তাই আঁধার ঘরে থাকুক তালা,
হবেই ভাল।