মা প্রফেসার, বাবা প্রফেসার
তাই বলে আমিও প্রফেসার
তা বললে কি হয়?
হওয়ার পথে না চললে
প্রফেসার হওয়া যাবে না।
হিন্দু কিংবা মুসলিম ঘরে
জন্ম নিয়েই খাঁটি মানুষ হব
তা বললে কি হয়
বিধি মত না চললে
খাঁটি হওয়া যাবে না।
খাঁটি হওয়াই ধর্মের লক্ষ্য
শান্তি আসে যেই পথে
গুরু সেবা ও তাঁর অনুসরণ
এই মূল কথাই সব ধর্ম-মতে
এছাড়া আর যত আচার